আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। ফলে, সরকার দেশে লকডাউন ঘোষণা করেছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সকলের ঘরে অবস্থান করার নির্দেশনা জারি করেছে। এমতাবস্থায়, দেশের খেটে খাওয়া মানুষের আয়- রোজগার বন্ধ হয়ে গেছেে। ইনশাআল্লাহ, আস সুন্নাহ ট্রাস্ট পরিবার আপাতত আগামী তিন মাসের দৈনন্দিন খাদ্যসামগ্রী প্রদান কর্মসূচী গ্রহণ করেছে। ইনশাআল্লাহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রমজীবী, অসহায়, বিধবা,এতিম ও দুঃস্থদের অধিকার আদায়ের লক্ষে খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

আলহামদুলিল্লাহ, গতকাল প্রায় ২৫০ পরিবারে আস সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়েছে।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেন,

“মানব-কল্যাণমুখী কর্ম বিপদাপদ ও অপমৃত্যু থেকে রক্ষা করে, গোপন দান আল্লাহর ক্রোধ নির্বাপিত করে, রক্তসম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আয়ু বৃদ্ধি করে।”((হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৩/১১৫; আলবানী, সহীহুত তারগীব ১/২১৬। হাদীসটি হাসান।))

[বিঃদ্রঃ-সামর্থ্যবান ভাই-বোনদের এগিয়ে আসার অনুরোধ করা হলো]

Assunnah Trust
20501750201900314 (Regular)
Islami Bank Bangladesh Limited
Jhenaidah Branch, Bangladesh

বিকাশ নাম্বার 01718-136962 (পার্সনাল)
সার্বিক যোগাযোগ- 01762629400